মহুয়ার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে বায়োপিক যেখানে নামভূমিকায় অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক

 টলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। তাঁর অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সফল ও স্মরণীয় সিনেমা। যদিও তাঁর আকস্মিক প্রয়াণ এখনও ভোলেননি বাংলা সিনেমার অনুরাগীরা। মৃত্যুর চার দশক পেরিয়ে গেলেও, আজও দর্শকমনে তিনি সমান উজ্জ্বল ও প্রাসঙ্গিক।


তাঁর অকাল মৃত্যু ঘিরে আজও তৈরি হয় অসংখ্য প্রশ্ন, যা ঘোর কাটায় না অনুরাগীদের। ঠিক কী হয়েছিল সেই রাতে? কী ছিল মহুয়া রায়চৌধুরীর অকাল মৃত্যুর নেপথ্যে?

এই রহস্য ও আবেগঘন অধ্যায় নিয়েই এবার বড় পর্দায় আসছে তাঁর জীবনীচিত্র—যা তুলে ধরবে সেই অধরা সত্যের খোঁজ।

অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর ৬৭তম জন্মদিনে এক বড় ঘোষণার মাধ্যমে চমক দিলেন পরিচালক সোহিনী ভৌমিক। মহুয়ার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে বায়োপিক, যেখানে নামভূমিকায় অভিনয় করবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিক।

এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অঙ্কিতা। সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে কথায় তিনি বলেন, “রানা দা-র কাছ থেকেই অফারটা পাই। তিনি আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন—এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এমন একটি চরিত্রে, তাও আবার নিজের প্রথম ছবিতে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। মহুয়া রায়চৌধুরীর মতো একজন আইকনিক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করা একদিকে যেমন সম্মানের, অন্যদিকে তেমনই চ্যালেঞ্জেরও।”

তবে কবে থেকে শুটিং শুরু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ধারাবাহিকের পাশাপাশি সিনেমার কাজ কীভাবে সামলাবেন, তা এখনই ভাবছেন না অঙ্কিতা। আপাতত তিনি শুধু নিশ্চিত—“ছবিটা করছি, এটুকুই জানি।”

পর্দায় মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয়ের সুযোগ—অঙ্কিতা মল্লিকের কাছে নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা। প্রথম ছবিতেই এতটা গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত ‘জগদ্ধাত্রী’ খ্যাত অভিনেত্রী।

উল্লেখযোগ্য, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে জ্যাস সান্যাল চরিত্রে ইতিমধ্যেই দর্শকের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন অঙ্কিতা। ড্রয়িং রুমের চেনা মুখ এবার বড়পর্দায় ধরা দেবেন এক নতুন, গভীরতর চরিত্রে। মহুয়া রায়চৌধুরীর মতো এক আইকনিক অভিনেত্রীর ভূমিকায় তাঁকে দেখার অপেক্ষায় এখন অনুরাগীরা।

নিজের চরিত্র এবং প্রস্তুতি নিয়ে ব্যস্ত অঙ্কিতা। দর্শকদের সামনে এক ভিন্ন ছায়ায় ধরা দিতে চলেছেন তিনি। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এবার বড়পর্দায় এক নতুন চমক দিতে প্রস্তুত এই তরুণ অভিনেত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অদ্বিতীয়া মহুয়া : ছ'জন অভিনেত্রীর চোখে

রত্না ঘোষাল এগারোই জুলাই বিকেলে মৌ আমার বাড়িতে এসেছিল। এই ঘরে বসেই অনেক আড্ডা হল। সেদিন হেস্পতিবার, 'তপন থিয়েটারে' আমাদের 'নাগ...