মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে অঙ্কিতার সঙ্গে থাকছেন দিব্যাণী ও দেবলীনা

 দেবলীনা এর আগেও অভিনয় করেছেন। এই ছবিতে নায়িকার গাওয়া গানের জন্য কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনিও অভিনয়ে থাকছেন। পর্দায় মহুয়ার কোন বয়সের চরিত্রে অভিনয় করবেন দিব্যাণী?


মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে দেবলীনা নন্দী থাকছেন গায়িকা ও অভিনেত্রী—দু’টি ভূমিকাতেই! শোনা যাচ্ছে, প্রয়াত অভিনেত্রীর বোনের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।

এতেই শেষ নয় চমক। এই ছবিতে একই চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার দুই জনপ্রিয় নায়িকা—অঙ্কিতা মল্লিক ও দিব্যাণী মণ্ডল!

এই ছবিতে মহুয়া রায়চৌধুরীর চরিত্রের জন্য গান গাইবেন দেবলীনা। খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়া ও টলিউডে হইচই পড়ে যায়। প্রযোজকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে টলিউড।

দিব্যাণীকে পর্দায় তরুণ মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে, অঙ্কিতা প্রাপ্তবয়স্ক মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় অভিনয় করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে অঙ্কিতার সঙ্গে থাকছেন দিব্যাণী ও দেবলীনা

 দেবলীনা এর আগেও অভিনয় করেছেন। এই ছবিতে নায়িকার গাওয়া গানের জন্য কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনিও অভিনয়ে থাকছেন। পর্দায় মহুয়ার কোন বয়সের চ...