পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের এখনও মনে আছে মহুয়ার সঙ্গে তাঁর বাড়িতে শেষ দেখা। সেই মর্মান্তিক দিনে, সন্ধ্যায় বীরেশ মহুয়ার সাথে তার বাড়িতে দেখা করে। এমনকি পরের দিনের শুটিং নিয়েও কথা বলেছেন তারা। বীরেশ চট্টোপাধ্যায়ের বক্তব্য নীচে দেওয়া হল।
শেষ ছবি বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত ‘আশীর্বাদ’। চিত্রগ্রাহক শক্তি বন্দ্যোপাধ্যায় ক্যামেরা বন্দি করলেন মহুয়ার শেষ শট।
আকুল হয়ে কাঁদতে কাঁদতে ফোনে বলছে, ‘‘আমি ভাল নেই, আমি ভাল নেই। তুমি এসে আমাকে নিয়ে যাও। সে কি শুধু অভিনয় ছিল?’’
কমল বন্দোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে:- গতকাল ঠিক যেখানে শেষ করেছিলাম , ঠিক সেখান থেকেই শুরু করি । যে সময়ের কথা বলছি অর্থাৎ ...