মহুয়ার ৬৬তম জন্মদিন




মহুয়ার আরেকটি জন্মদিন এবং বাংলার মানুষ এখনও তাদের মিষ্টি অভিনেত্রীকে মনে রেখেছে।




২৪শে সেপ্টেম্বর মহুয়া রায়চৌধুরীর জন্মদিন এবং ১৯৫৮ সালে তিনি জন্মগ্রহণ করেন। 

মহুয়া মাত্র 27 বছর বেঁচে ছিলেন এবং 1985 সালের 22 জুলাই মহুয়া পৃথিবী ছেড়ে চলে যান। তার মৃত্যু দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি হত্যা তা এখনও রহস্য।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শ্রীমান পৃথ্বীরাজ’ মুক্তির বছরখানেক পর মহুয়া রায়চৌধুরীর দীর্ঘ সাক্ষাৎকার

 বাংলা ছবির সেই সময়কার অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি। তাঁর নামে প্রেক্ষাগৃহ হাউজ়ফুল হতো। প্রথম ছবি ‘শ্রীমান পৃথ্বীরাজ’ মুক্তির বছরখানেক ...