ইরানী মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। ইরানী মহুয়া রায়চৌধুরীর সাথে দুটি ছবিতে কাজ করেছিলেন এবং এখনও তিনি তার মহুয়া দিকে মনে রেখেছেন।
ইরানী মুখোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরীর জীবনের শেষ ছবি ' আশীর্বাদ ' - এ ওনার একান্ত বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ইরানী ছবিতে মহুয়ার সদাসঙ্গিনী ওই বান্ধবী ছিলেন।
ইরানী মুখোপাধ্যায়ের বক্তব্য: 'মৌ দিদি এক কথায় আমার গার্জেন ছিলেন। এতো আদর, এতো শাসন, এতো কেয়ারিং - ভাষায় বোঝাতে পারবো না । আজ যদি উনি থাকতেন আমাদের মাঝে তাহলে বোধহয় ওঁর নামের পরেই আমার নামটা থাকতো। আমি বড়োই অভাগী বেশীদিন সঙ্গ পেলাম না। 'সন্ধ্যাপ্রদীপ ' ছবিতেও আমরা ছিলাম । আসলে কি জানেন, তখন যে রোলটা আমার ভালো লাগতো প্রয়োজক পরিচালক ওটাই দিতেন। এখনের মতো নয়, বাধাঁগতে ফেলে দিতেন না। আর এসব দিদির থেকেই শেখা। আমি খুবই ছোট ছিলাম এবং নতুনও। ঈশ্বর আমাকে দিয়েছেন প্রচুর, কিন্তু প্রিয় দিদিকে আমার থেকে কেড়ে নিলেন ! প্রচুর ভালো বড় মানুষদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, সম্মানও পেয়েছি। তবুও কিছু স্মৃতি মনের ভেতরে আলাদা জায়গা করে নেয়। এই হলো " মহুয়া রায় চৌধুরী " যাঁকে সামান্য কথায় শেষ করে ফেলা যায় না । আবার আপনাদের ধন্যবাদ।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন