মহুয়া রায়চৌধুরীকে নিয়ে যা বললেন অসমীয়া অভিনেত্রী সীমা ঘোষ

 


অসমীয়া অভিনেত্রী 
সীমা ঘোষ নিজের স্মৃতির ভান্ডার উপুড় করে শুনিয়েছেন ' দাদু নাতি হাতি ' ছবিতে মহুয়া রায়চৌধুরী সাথে কাজের অভিজ্ঞতা :

আমার সৌভাগ্য হয়েছিল ওঁর সাথে কাজ করার। উনি আসামে এসেছিলেন একটা অসমীয়া ছবির বাংলা ভার্সনে শুটিং করতে। ওনার সাথে এসেছিলেন মনোজ মিত্র,মাধবী মুখোপাধ্যায়, গীতা দে নবাগত নায়ক সুমন্ত রায়। ছবির নাম 'দাদু নাতি হাতী ' আসামের নগাঁও এর কামপুর ছবির শুটিং হয়েছিল। আমার চরিত্রটি ছিল মহুয়ার পিসতুতো বোনের মানে গীতা দে আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত ওই দিনগুলো আমার মনের মণিকোঠায় আজ উজ্জ্বল হয়ে রয়েছে। সহজ এবং অনায়াসে মানুষকে কাছে টেনে নেবার ক্ষমতা ছিল মহুয়াদির।সহজেই অপরের প্রশংসা করতেন।সরু একটা বেঞ্চে শাড়ীর আঁচলটা টেনে মাথা ঢেকে কিছুক্ষন ঘুমিয়ে নিতেন শুটিং এর ফাঁকে, আর নিয়ে গীতা মা, মাধবী মুখোপাধ্যায় ওর সঙ্গে মজা করতেন।মনোজ মিত্রকে আমার গান শোনাতে হতো। অসমীয়া গান। আমি আই.পি.টি.. সাংস্কৃতিক কর্মী ছিলাম। মহুয়াদির ছেলেমানুষী স্বভাবটা খুব ভালো লাগতো। কেন যে অত তাড়াতাড়ি চলে গেলেন! মহুয়াদি আজ তুমি যেখানেই আছো ভালো থেকো


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কমল বন্দোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে মহুয়া রায়চৌধুরী সম্পর্কে

 কমল বন্দোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে:- গতকাল ঠিক যেখানে শেষ করেছিলাম , ঠিক সেখান থেকেই শুরু করি । যে সময়ের কথা বলছি অর্থাৎ ...